ঢাকা ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ভান্ডারিয়ায় মালামালসহ ২ ডাকাত আটক

ভান্ডারিয়ায় মালামালসহ ২ ডাকাত আটক

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডাকাতির মালামাল সহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের কাছ থেকে ডাকাতি করা বিভিন্ন মালামাল উদ্ধার করে।

আটককৃতরা হলেন- বরগুনা জেলার বামনা থানার ডুসখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের খানে ছেলে মো. বেল্লাল খান (৩৪) এবং একই এলাকার মো. ইউনুস শিকদারের ছেলে মো. হাসান শিকদার (২২)। বেল্লাল খানের বিরুদ্ধে বামনা, কাঠালিয়া, রাজাপুর ও ভান্ডারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মিজান পরিবহনে দুই ডাকাত বরগুনার জেলার বামনা এলাকায় ডাকাতি করা মালামাল নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাপুলিশ চেকপোস্ট বসিয়ে মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এই দুই ডাকাতকে মালামালসহ আটক করা হয়।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা দুই ডাকাতকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে। বরগুনা থানায় মামলা থাকায় তাদেরকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ডাকাত,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত