ভাঙ্গুড়ায় চেক ডিজঅনার মামলার, আসামি গ্রেফতার 

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:০৩ | অনলাইন সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া থানার পৌরসভার শরৎনগর বাজার মসজিদ এলাকা থেকে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে এ এসআই সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। তার নাম মোঃ সেলিম (৪৬)। মঙ্গলবার দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় , গ্রেফতারকৃত আসামি মোঃ সেলিম হোসেন পাবনার ভাঙ্গুড়া  থানার পাথরঘাটা গ্রামের  আব্দুল  জব্বারের ছেলে। তার বিরুদ্ধে ২০২১ সালে পাবনা  আদালতে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) মামলা করেন ফরিদপুর উপজেলার জনৈক ব্যক্তি। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে ১ বছর  সশ্রম কারাদণ্ড ও ৬ লাখ  ৭০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। 

আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন সেলিম হোসেন। পুলিশ তাকে মঙ্গলবার দেড়টার দিকে গ্রেফতার করে। 

ভাঙ্গুড়া  থানার এএসআই মোঃ সফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সেলিম হোসেনকে দুপুর আনুমানিক দেড়টার দিকে গ্রেফতার  করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।