নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মোশাহিদ সরকারকে(২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মোশাহিদ সরকার জেলার চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে সোমবার রাতে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় চুনারুঘাট পৌরশহর থেকে মোশাহিদকে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ। পরে রাতেই তাকে মাধবপুর থানায় নিয়ে যাওয়া হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কবির হোসেন জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা মামলায় তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এছাড়াও মোশাহিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা প্রচার-প্রচারণা চালিয়ে আজেবাজে মন্তব্যের করেন।
এমনকি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ছবি এডিট করে কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করে আসছিলেন । তার এসব কর্মকাণ্ডের কারণে বিশিষ্ট ব্যক্তিবর্গের ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণায় অনেককে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করেছে।
মোশাহিদ সরকার মাধবপুরের মামলা এছাড়াও শায়েস্তাগঞ্জে নতুন ব্রিজ ছাত্রজনতার উপর হামলা মামলার এজাহার নামীয় আসামি। কিন্তু ওই মামলায় জামিনে মুক্ত হলেও ফেইসবুকে থামেনি তার গুজব ছড়ানো।