রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের নেতৃত্বাধীন প্যানেলের ২০ জন পরিচালক নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ও চূড়ান্ত তালিকা প্রকাশের শেষ দিন ছিল। একইদিন প্রতিটি পদে একক প্রার্থীর বিপরীতে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ জনকে পরিচালক নির্বাচিত ঘোষণা করে।
সূত্র জানায়, পরিচালকদের সর্বসম্মতিক্রমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন প্রেসিডেন্ট হিসেবে মনোনিত করা হয়েছে।
চেম্বার সূত্র জানায়, জেলায় ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভোটার সংখ্যা প্রায় ১৭২। এবারের নির্বাচনি তফসিল অনুযায়ী ২৮ জানুয়ারি মনোনয়নপত্র জমা নেওয়া হয়। নির্বাচনে সাধারণ শ্রেণিতে ১০ জন প্রার্থী, সহযোগী শ্রেণিতে ৫ জন, গ্রুপ সদস্য ২ জন ও শহর সমিতিতে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন বোর্ড।
সাধারণ শ্রেণির নির্বাচিত পরিচালকরা হলেন-এ্যাড. মামুনুর রশিদ মামুন, মনিরুজ্জামান মহসীন রানা, আলী বাবর, সফিকুল ইসলাম চৌধুরী, হাজী জহির আহমদ, মোঃ জসিম উদ্দিন, আব্দুল মন্নান, দেব জ্যোতি চাকমা, আবুল মনছুর ওবায়দুল্লাহ, শফিকুল ইসলাম ।
সহযোগী সদস্য শ্রেণির নির্বাচিত পরিচালকরা হলেন- নিজাম উদ্দিন, আবদুল কুদ্দুছ, মেহেদী আল মাহবুব, জহির উদ্দিন চৌধুরী, নেছার আহমেদ।
গ্রুপ সদস্য শ্রেণির নির্বাচিত পরিচালকরা হলেন-হারুনুর রশিদ ও কামাল উদ্দিন।
শহর সমিতি শ্রেণির নির্বাচিত পরিচালকরা হলেন- শামীম খান, আব্দুল ওয়াদুদ, মঈন উদ্দিন সেলিম।
নির্বাচন বোর্ডের প্রধান নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল উদ্দিন আহমেদ জানান, তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি নির্বাচনের দিন ছিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ শ্রেণিতে ১০ জন প্রার্থী, সহযোগী শ্রেণিতে ৫ জন, গ্রুপ সদস্য ২ জন ও শহর সমিতিতে ৩ জন পরিচালক নির্বাচিত হয়েছে। নির্বাচিত পরিচালকদের মধ্য হতে এক জন প্রেসিডেন্ট ও দুইজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবে।