ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে জমজমাট আয়োজনে স্কুলের ৫৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিয়া আক্তার রোজি, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, প্রাক্তন কাউন্সিলর শহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মাহবুব-উল-আলম বাবলু প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি বদরুল আলম বিদ্যুৎ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ, এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি সফিক ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. লাইলা আফলাতুন নাহার প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন কোরআন তেলাওয়াত দলগত ডিসপ্লে, মশাল প্রজ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি।
সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শোসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।