ঢাকা ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

এলাকাবাসীর প্রতিবাদ সভা

পীরগঞ্জে মানসীর বিল নিয়ে উত্তেজনা: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

পীরগঞ্জে মানসীর বিল নিয়ে উত্তেজনা: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

রংপুরের পীরগঞ্জ উপজেলার সরকারি জলমহাল মানসীর বিল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ও লিজ সংক্রান্ত জটিলতার কারণে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাবিলপুর ইউনিয়নের ২ একর ১৫ শতাংশ আয়তনের সরকারি জলমহাল মানসীর বিল গত ২৩ ডিসেম্বর ২০২৪ সালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বখতিয়ার হোসেন ৩ হাজার টাকা কালেকশন সাপেক্ষে মৎস্য আহরণের জন্য কাবিলপুর গ্রামের বাবলু আকন্দকে লিজ দেন। লিজ পাওয়ার পর বাবলু আকন্দ সেখানে বড় অঙ্কের বিনিয়োগ করে মাছ চাষের উদ্যোগ নেন।

কিন্তু ১ জানুয়ারি ২০২৫ সালে একই ভূমি সহকারী কর্মকর্তা নতুন এক আদেশে আগের খাস কালেকশন বাতিল করে বাবলু আকন্দকে নোটিশ দেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। এদিকে, কাবিলপুর গ্রামের জাহিদুল ইসলাম দাবি করেন যে, তিনি ৯৯ বছরের জন্য ওই বিলের লিজ নিয়েছেন এবং ২৫ জানুয়ারি পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবলু আকন্দের পক্ষের লোকজনের মাছ ধরা বন্ধ করে দেয় এবং তাদের জাল জব্দ করে। তবে কিছুক্ষণ পর শতাধিক মানুষ সেখানে জড়ো হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশও ঘটনাস্থল থেকে ফিরে যায়।

অপরদিকে, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ১ জানুয়ারি ২০২৫ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিলটি ইজারা দেওয়ার ঘোষণা দেন। ফলে একদিকে খাস কালেকশনের আদেশ ও বাতিলের বিতর্ক, অন্যদিকে দুই পক্ষের লিজ দাবি এবং উপজেলা প্রশাসনের নতুন ইজারা বিজ্ঞপ্তি—এসব মিলে মানসীর বিল নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বিপর্যস্ত পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে শনিবার রাতে কাবিলপুর নয়া বাজারে স্থানীয়রা প্রতিবাদ সভার আয়োজন করেন। সেখানে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম, মৎস্যজীবী বাবলু আকন্দ এবং স্থানীয় নেতা মোজাহার আলী। তারা অভিযোগ করেন, প্রশাসনের গাফিলতির কারণেই মানসীর বিল নিয়ে সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছে এবং দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের সহিংসতা ঘটতে পারে।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বখতিয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথমে লিজ প্রদান করি এবং পরবর্তীতে তাদেরই নির্দেশে সেটি বাতিল করা হয়।"

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বলেন, "বিলের কাগজপত্র না দেখে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।"

সংঘর্ষ,রক্তক্ষয়ী,মানসীর বিল,উত্তেজনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত