ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

কুড়িগ্রামে স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী ভাঙন রোধে মানববন্ধন

কুড়িগ্রামে স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী ভাঙন রোধে মানববন্ধন

কুড়িগ্রামে স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী ভাঙন রোধে মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এই মনববন্ধন করে এলাকাবাসী।

এতে বক্তব্য রাখেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুর আলী সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়াল, সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল ইসলাম, আব্দুর রহমান লেবু, রহিমা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা গত এক বছর যাবত নদী ভাঙন রোধে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সুফল পাইনি। ঘোগাদাহ ও যাত্রাপুর ইউনিয়নের কয়েকটি স্কুল, মাদরাসা, মসজিদসহ ৫ শতাধিক বাড়িঘর ভাঙ্গণের মুখে পড়েছে। এছাড়া শুষ্ক মৌসুমে ভাঙন অব্যাহত হয়েছে। তাই এই এলাকা পরিদর্শন করে নদী ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান এলাকাবাসী।

কুড়িগ্রাম প্রতিনিধি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত