ঢাকা ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ট্রাক চালককে নির্যাতন

সিরাজগঞ্জে ২ ওসিসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা 

সিরাজগঞ্জে ২ ওসিসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা 

সিরাজগঞ্জে ট্রাকচালক রোকন মোল্লাকে নির্যাতন ও গুলিতে পঙ্গুর অভিযোগে ২ ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

পাবনার নেছরাপাড়া গ্রামের ওই ট্রাকচালক নিজে বাদী হয়ে মঙ্গলবার সলঙ্গা থানা আমলি আদালতে এ মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত এ মামলা নিয়মিত মামলা হিসেবে রজু করার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩১ মে গভীর রাতে বগুড়া থেকে পাবনা যাচ্ছিল ওই ট্রাক চালক। এসময় বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের কাওয়াক মোড়ে পুলিশের পিকআপের সঙ্গে ট্রাক চালকের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে উল্লাপাড়া মডেল থানার তৎকালীন ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম ট্রাক চালকের দিকে রিভলভার তাক করেন। এ কারণে ট্রাকচালক ভয়ে গাড়ি ঘুরিয়ে সিরাজগঞ্জ রোডের দিকে দ্রুত গেলে পুলিশের গাড়িও পিছু ধাওয়া করে। এ সংবাদে সলঙ্গা থানার তৎকালীন ওসি এনামুল হকসহ পুলিশ ওই ট্রাক ধরতে পিছু নেয় ।

একপর্যায়ে সলঙ্গা থানার রাজশাহী-পাবনা মহাসড়কের হরিণচড়ায় ট্রাকচালক রোকন মোল্লাকে আটক করে মারধর করা হয় এবং বিবস্ত্র অবস্থায় তাকে রাস্তার পাশে পুকুরে নামিয়ে নির্যাতন করা হয়।

পরে ওসি আসিফ তার ডান পায়ে গুলি করে সলঙ্গা থানায় নিয়ে যায় এবং তার বিরুদ্ধে ৩টি মামলা করে তাকে গ্রেফতার দেখিয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় তার ডান পা কেটে ফেলা হয়। এদিকে মামলার বাদী সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ওই ওসির মিথ্যা মামলায় কারাগারে থাকায় এ মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে। জামিনে মুক্তি পেয়ে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে মামলা দাখিলকারী আইনজীবী গোলাম হাদী কিরন ইসলাম জানান, বাদীপক্ষের মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। বিজ্ঞ আদালত এ মামলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রুজু করার নির্দেশ দেন ।

এদিকে মামলার অভিযুক্ত উল্লাপাড়া মডেল থানার ওই তৎকালীন ওসি বলেন, এ মামলা ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন এবং ওই ট্রাক চালকের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে তিনি উল্লেখ করেন।

মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত