ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

প্রভাব খাটিয়ে ট্যাক্স ফাঁকি দিলে আইনি ব্যবস্থা: মেয়র ডা. শাহাদাত

প্রভাব খাটিয়ে ট্যাক্স ফাঁকি দিলে আইনি ব্যবস্থা: মেয়র ডা. শাহাদাত

প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা রুখতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৯ জানুয়ারি) টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কার্যালয়ে রাজস্ব বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠকে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, "প্রতিটি রাজস্ব সার্কেল থেকে বড় অঙ্কের গৃহকর বকেয়া থাকা ব্যক্তিদের তালিকা তৈরি করুন। তাদের সঙ্গে যোগাযোগ করে বকেয়া আদায় করুন। প্রয়োজনে আমি নিজেই ফোন করে তাগাদা দেব। রাজস্ব আদায়ের ক্ষেত্রে শৈথিল্য সহ্য করা হবে না।"

মেয়র আরও বলেন, "আমি অভিযোগ পেয়েছি, অনেকে ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। যারা কাজে অবহেলা করছেন, তাদের তালিকা দিন, প্রয়োজনে ছাঁটাই করা হবে। রাজস্ব আদায়ে প্রভাবশালীদের কোনো চাপে নতি স্বীকার করা যাবে না। যদি কেউ রাজস্ব আদায়ে বাধা দেয়, তবে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, আমি তা মেনে নেব না।"

তিনি রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "আপনারা আইন মেনে কাজ করুন। যদি কেউ আপনাদের কাজে বাধা দেয়, আমি আপনাদের পাশে থাকব। সঠিকভাবে রাজস্ব আদায় করা গেলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে।"

মেয়র আরও জানান, সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম আর্থিক সংকটের কারণে ব্যাহত হচ্ছে। তাই ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। স্থাপনা ও বিলবোর্ড থেকে রাজস্ব আদায় বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "সিটি কর্পোরেশনকে একটি আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই, যাতে নাগরিকদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি সেবা দেওয়া সম্ভব হয়।"

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমানসহ রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র,ডা. শাহাদাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত