যশোরের শার্শার পাঁচভুলট সীমান্ত থেকে ডায়মন্ডের বিভিন্ন গহনা এবং একটি ব্যাটারি চালিত ভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তি হলেন শার্শা থানার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে হাফিজুর রহমান (৫৩)।
বিজিবির ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, পাঁচভুলট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে ডায়মন্ডের গহনা পাচার করবে। এ তথ্যের ভিত্তিতে পাঁচভুলট বিওপির টহল দল সীমান্তের বদিপাড়া রাস্তার পাশে কৌশলে অবস্থান নেয়।
পরবর্তীতে ভোরে পাঁচভুলট অভিমুখে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে আসা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তার কোমরে কস্টেপ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের গহনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গহনার মধ্যে রয়েছে ৭টি আংটি, ২টি পায়েল, ১টি ব্রেসলেট, ৩টি বালা ও ১২টি নাকফুল।
বিজিবি জানায়, আটক ডায়মন্ড জুয়েলারির আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৭০ টাকা। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রেজারি অফিস, যশোর এবং শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।