ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকায় শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী।

সাংবাদিক তোফাজ্জল হোসেন শিহাবের সঞ্চালনায়, নারী ও শিশু অধিকার ফোরামের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি বিউটি আক্তার ও সাংগঠনিক সম্পাদক মো. হাসান ফাহাদ।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ওমর ভান্ডারি, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, পঞ্চায়েত সদস্য আলম মুন্সী, আলগীর হোসেন এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক মাসুদ রানা।

বিতরণ,শীতবস্ত্র,বেগম খালেদা জিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত