ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলা সদরস্থ জামতলায় ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১ ঘণ্টাব্যাপী চলা এ অবরোধ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পাশাপাশি পীরগঞ্জ মহাবিদ্যালয় ও জামতলা মদিনাতুল মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
অবরোধ কর্মসূচি চলাকালীন বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী নেতা লেলিন মিয়া, জাকির হোসেন এবং শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা ওভার ব্রিজের জরুরি প্রয়োজনীয়তা উল্লেখ করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অবরোধ চলাকালীন সময়ে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।