কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারে ৩শ' বস্তা ইউরিয়া সার জব্দ করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২ টায় জনসাধারণ ৩শ' বস্তা ইউরিয়া সার আটক করে থানায় খবর পাঠায়। এসআই লুৎফর রহমান থানা পুলিশকে সঙ্গে নিয়ে তাড়াইল বাজার এনায়েত সুপারমার্কেটের সামনে থেকে ট্রাক সহ সার জব্দ করে থানায় নিয়ে আসেন।
তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি থেকে ধলা ইউনিয়নের সেকান্দরনগর বাজারের দেওয়াটি এন্টারপ্রাইজ ৩শ' বস্তা ইউরিয়া সার তাড়াইল বাজারে প্রবেশ করানোর সময় পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পারছি জব্দকৃত সারের মালিক জাওয়ার ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ইসলাম ট্রেডার্সের সাব ডিলার দেওয়াটি এন্টারপ্রাইজের মালিক সবুজ মিয়া।
তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, সেকান্দরনগর বাজারের দেওয়াটি এন্টারপ্রাইজের মালিকের অনুসন্ধান চলছে। ট্রাক সহ ৩শ' বস্তা ইউরিয়া সার থানায় আটক রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি আবুবক্কর সিদ্দিকী বলেন, জব্দকৃত সারের মালিক ও সারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় ও ওসি সাব্বির রহমানকে মৌখিক নির্দেশনা দিয়েছি।