মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোল্যা মিজানুর রহমান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) মুন্সি মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আসাদুজ্জামান, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুবুল হক, উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাবু।
ক্রীড়ানুষ্ঠান আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ও আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৩টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে অতিথিগণ পুরস্কার তুলে দেন।