শেরপুরের সদর উপজেলার সাপমারী এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বস্তা নকল সার জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় কৃষি অফিসের যৌথ অভিযানে এসব সার উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় একটি ট্রাকে করে ৪০০ বস্তা জিপসাম সদৃশ্য সার এনে একটি গোডাউনে নামানো হচ্ছিল। অভিযানের সময় ট্রাকের হেলপার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় গোডাউন মালিক রুবেল মিয়া পালিয়ে যান।
শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, "সেভেন কে আর কোম্পানির সার আমদানি ও প্যাকেটজাত করার অনুমোদন থাকলেও আটককৃত সারগুলোতে কোনো ট্রেডমার্ক বা নাম নেই। ল্যাব টেস্ট ছাড়া এগুলো আসল না নকল, তা নিশ্চিত করা সম্ভব নয়। পাশাপাশি, প্যাকেটজাতকরণের পরিবেশও মানসম্পন্ন নয়। আমদানিকৃত সার ভারত থেকে আনা হয়েছে বলে দাবি করা হলেও তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। "
জব্দকৃত সারের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।