‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ সময় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
উদ্বোধন শেষে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শন শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান করেন নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা আইসিটি অফিসার ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান, কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন।