আধুনিক প্রযুক্তি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাগরিকত্ব যাচাই-বাছাই বাধ্যতামূলক করার দাবিতে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন পর্দানশিন নারীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পাবনা শহরের শহীদ চত্বরে ‘জেলা মুসলিম নারীবৃন্দ’ ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শাহনাজ পারভীন, আহমদ ফরিদা, মুক্তা খাতুন, আহমদ চম্পা, খাদিজা পারভীন।
তারা বলেন, জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় পরিচয় যাচাই-বাছাইয়ে চেহারা ও ছবি মেলানোর মত সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক প্রযুক্তি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাগরিকত্ব যাচাই-বাছাই বাধ্যতামূলক করতে হবে।
তারা আরো বলেন, মানুষের মুখের ছবি পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে মানুষের চেহারারও পরিবর্তন হয়। মুখচ্ছবি মানুষের পরিচয়ের নির্ভরযোগ্য মাধ্যম নয়। অথচ এই অজুহাতে পর্দানশিন নারীদের বিভিন্ন রকমের নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। অপরদিকে চেহারার মিল থাকায় সেটাকে পুঁজি করে প্রায় আড়াই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি জমাচ্ছে, কিন্তু যখন ফিঙ্গারপ্রিন্ট যাচাই-বাছাই শুরু হয় তখন তাদের প্রতারণা ধরা পড়ে এবং সমস্যার সমাধান হয়। বিগত ১৬ বছর যাবত যে সমস্ত ইসি কর্মকর্তারা পর্দানশিন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার ক্ষুণ্ন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান ও পর্দানশিন নারীরা বৃহৎ পরিসরে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।