ঢাকা ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

বেগমগঞ্জে মিথ্যা হত্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বেগমগঞ্জে মিথ্যা হত্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নে মিথ্যা হত্যা মামলায় নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইউনিয়নের গোপালপুর বাজারে এক ঘণ্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন।

ইউনিয়ন বিএনপির নেতাদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম লিটন, বিএনপির নেতা সাইফুল ইসলাম রাসেল, সাইফুল ইসলাম এবং আরও অনেক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, " স্বৈরাচার শেখ হাসিনার পি.এস জাহাঙ্গীর আলমের ষড়যন্ত্রে গোপালপুর ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি মো. নাজিম উদ্দিন ও স্বপনসহ আরও কয়েকজনকে মিথ্যা হত্যা মামলায় আসামি করা হয়েছে।" অতিবিলম্বে এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ নাজিম কে নি:শর্ত মুক্তি দেওয়ার আহবান জানান তারা।

প্রত্যাহার,মিথ্যা,হত্যা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত