দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম-সেবা।
উদ্বোধনকালে তিনি বলেন, খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখে। একজন খেলোয়াড় দেশের মান-সম্মান কে বাড়িয়ে তুলে। তাই সকলকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার ওসি মতিউর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. আনোয়ারুল হক, সহকারী প্রধান শিক্ষক নাজনীন আখতার, দিনাজপুর পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে- আলম সিদ্দিক।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন পুলিশ লাইনস আর আই মো. মুকুল হোসেন, আরআই মো. নাজিবুল হক, এএসআই মো. শাহিনুর আলম।
এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতার মাঠ পরিচালক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মসিহুর রহমান,সিনিয়র শিক্ষক মো. জালাল উদ্দিন সরকার,যজ্ঞেশ্বর রায়, মো. আব্দুর রহিম, মো. আফছার আলী, কামরুজ্জামান আহম্মেদ, মুর্শিদা বেগম, সুজয় কুমার সরকার, তাহেরা আখতার, মুনিমা ইয়াসমিন, শিক্ষক মো. মহসিন আলীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা।
উল্লেখ্য, দিনব্যাপী ১৪ ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে অতিথি, অভিভাবক, শিক্ষক ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা রাখা হয়। খেলাধুলা শেষে বিকেল ৪টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।