ঢাকা ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

মাগুরায় মোটরসাইকেল চালকের গলা কা'টা মরদেহ উদ্ধার

মাগুরায় মোটরসাইকেল চালকের গলা কা'টা মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুরে এক মোটরসাইকেল চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার টুপিপাড়া পানি উন্নয়ন বোর্ডের খালের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মান্নান (৩০) উপজেলার টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্যা ওরফে আলী মোল্যার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার রাতে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রাতে তাকে অন্য জায়গা থেকে হত্যা করে বাড়ি থেকে একটু দূরে ক্যানালের পাশে ফেলে যায় বলে এলাকাবাসীর ধারণা। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটিও মৃতদেহের পাশে রেখে যায়। সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

তাৎক্ষণিক সংবাদ পেয়ে পিআইবি’র ইন্সপেক্টর রোকনুজ্জামান এর নেতৃত্বে ও সিআইডি ইন্সপেক্টর শ্রী পলাশ এর নেতৃত্বে দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরত হাল রিপোর্ট তৈরি করেন। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহত আব্দুল মান্নানের স্ত্রী রত্না বেগম জানান, তার স্বামী ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাদের সংসারে ২ কন্যা সন্তান রয়েছে। বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয় রাতে একবার বাসায় এসেই মাগুরা যাচ্ছি বলে চলে যায়। তার স্বামীকে হত্যা করা হয়েছে, তিনি এই হত্যার ন্যায় বিচার দাবি করেন।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মোটরসাইকেল,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত