ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নকলায় মানবকল্যাণ ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নকলায় মানবকল্যাণ ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেরপুরের নকলায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা বাজারে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউসা বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা সোলাইমান হোসাইন, বিশেষ অতিথি ছিলেন বাউসা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আল-আমিন হুসাইন রাজি। মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ সাইম ইসলামের সঞ্চালনায় এ কর্মসূচি পরিচালিত হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ সাইম ইসলাম বলেন, "আমরা সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। চলমান শীতে তাদের কষ্ট লাঘবে আমাদের সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

কম্বল বিতরণ শেষে সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহীন আকন্দ ও স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক বাবুল হাসানকে স্বেচ্ছাসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। সংগঠনের সহ-সভাপতি রনি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আরফিকার হোসেন, প্রচার সম্পাদক হাসান মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বানেশ্বরদী ইউনিয়নের ২, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ,মানবকল্যাণ ফাউন্ডেশন,শীতার্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত