ঢাকা ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৩৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জে ৩৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের নেতৃত্বে যমুনার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ঝাটকা ইলিশ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। পরে উপজেলার রক্ষা বাঁধ এলাকার জোতপাড়া ঘাটে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ অভিযানে উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশ ফাঁড়ির এসআই আরিফ হোসেন ও জ্যেষ্ঠ ক্ষেত্রে সহকারী শফিকুল ইসলাম শফিসহ নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ জাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত