সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের নেতৃত্বে যমুনার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ঝাটকা ইলিশ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। পরে উপজেলার রক্ষা বাঁধ এলাকার জোতপাড়া ঘাটে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশ ফাঁড়ির এসআই আরিফ হোসেন ও জ্যেষ্ঠ ক্ষেত্রে সহকারী শফিকুল ইসলাম শফিসহ নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।