ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নারীদের অধিকার নিশ্চিতে যোগ্যতা অর্জনের সুযোগ দিতে হবে: তারেক রহমান

নারীদের অধিকার নিশ্চিতে যোগ্যতা অর্জনের সুযোগ দিতে হবে: তারেক রহমান

নারীদের অধিকার নিশ্চিত করতে এবং রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য নারীদের আরও বেশি যোগ্যতা অর্জনের সুযোগ দিতে হবে, জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। একই সঙ্গে, নারীদেরও নিজের শক্তিতে মহিমান্বিত হয়ে ওঠার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার, মাগুরা অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশগ্রহন করে তিনি এসব কথা করেন।

এ প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। বিএনপির ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ দেন দলের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট নিতাই রায় চৌধুরী।

প্রশিক্ষণ সেশনের শেষে, তারেক রহমান মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার তৃণমূল নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও রক্তদানের পর বিএনপির স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এবার দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে আমাদের নেতাকর্মীদের রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে।

এ সভার সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। সভায় জেলা বিএনপির নেতাকর্মীসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

তারেক রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত