চুয়াডাঙ্গায় "রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা" ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে শাহিদ গার্ডেনে দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ের ৬০০ এর অধিক নেতা-কর্মী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালার শেষ সময়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, "দেশকে লুটপাটের মাধ্যমে ভেঙে চুরে শেষ করে রেখে গেছে ফ্যাসিস্ট হাসিনা। বিএনপির দেয়া ৩১ দফা অনুযায়ী অবিলম্বে দেশ মেরামত করতে হবে এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।"
তারেক রহমান আরও বলেন, "আমরা কৃষকদের উন্নয়নে কাজ করবো, তাদের জন্য ফার্মার্স কার্ড চালু করা হবে, যা তাদের সার, বিঘা জমি ও চিকিৎসাসেবা সহ নানা সুযোগ সুবিধা প্রদান করবে। চিকিৎসা খাতে নারীদের প্রশিক্ষণ দিয়ে আমাদের দেশে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা হবে।" তিনি স্বাস্থ্যখাতে আরও উল্লেখ করেন যে, প্রতিবছর কোটি কোটি ডলার বিদেশে চলে যাচ্ছে, যা বন্ধ করা উচিত।
তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট হাসিনা সরকার হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে এবং তা লুটপাট করেছে। শ্রমিক ও মালিক এক হয়ে ভাই ভাই হয়ে দেশকে উন্নত করতে হবে। দেশের প্রতিটি নাগরিককে বিএনপির ৩১ দফা পৌঁছে দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।"
ভবিষ্যতে, তারেক রহমান জানান, শিক্ষিত যুবকদের বেকার না থাকতে সহযোগিতা দেওয়া হবে। তাদের জন্য এক বছরের বেকার ভাতা প্রদান করা হবে, যাতে তারা চাকরি খুঁজে পেতে সহায়ক পরিবেশ পায়।
এ ছাড়া, তিনি বিদেশে দক্ষ জনশক্তি রফতানির বিষয়েও বক্তব্য দেন এবং স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করে তা জিডিপির ৫ শতাংশ করার পরিকল্পনা ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিএনপির উপদেষ্টা মাহাদি আমিন, সহ-ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি এডভোকেট নেওয়া হালিমা আর্লী, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার, এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মশালার সঞ্চালনা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন।
এ কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।