ঢাকা ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি বাচ্চু, সম্পাদক রাজ্জাক পুনর্নির্বাচিত

সভাপতি বাচ্চু, সম্পাদক রাজ্জাক পুনর্নির্বাচিত

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে সভাপতি হাবিবুর রহমান বাচ্চু এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (২) পুনরায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. অশোক কুমার সাহা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু (১৩১ ভোট) নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. আনিসুর রহমান পেয়েছেন ৮৮ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হন অ্যাড. আব্দুল হাকিম খান রিপন (১২৭ ভোট), সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন অ্যাড. আব্দুর রাজ্জাক (১৪১ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অ্যাড. মিজানুর রহমান সুজন (১২৭ ভোট)।

অন্য পদে নির্বাচিতদের মধ্যে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. বিপ্লব রায় (১১৮ ভোট)। সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. কাইয়ুম হোসেন, অ্যাড. মো. মোশারফ হোসেন, অ্যাড. মো. মাহবুবুর রহমান, অ্যাড. মোহাম্মদ মাসুদুর রশিদ, অ্যাড. মো. জিয়াউর রহমান সহ অন্যান্যরা।

এবারের নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ বড় জয় পেয়েছে। নির্বাচনে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বার এসোসিয়েশন,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত