শিশু কিশোরদের স্কুলের পড়ালেখার সাথে শিক্ষার্থীদের খেলাধুলায় আরো এগিয়ে আসতে হবে। লেখাপড়া ও ক্রীড়াঙ্গনে ভালো করলেই দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, বলেছেন সম্রাট গ্রুপের চেয়ারম্যান এম. এ খান বেলাল।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের স্কুলের এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম লিটনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সমাজ উন্নয়নে এবং নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলায় আরো মনোযোগী হতে হবে।
এর আগে, সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুলের পরিচালনা পর্ষদের সাবেক অভিভাবক সদস্য মো. সিদ্দিক উল্ল্যাহ।
স্কুলের প্রধান শিক্ষক দিদারুল ইসলামের সার্বিক নির্দেশনায় আরো উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, সমাজসেবক ও রাজনীতিবিদ সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম রাসেল, কামাল হোসেন, জামাল উদ্দিন-সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ