গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওহাব খান খোকা পিস্তলসহ গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
চেয়ারম্যান খোকাকে বৃহস্পতিবার বিকেলে রাণীগঞ্জ বাজার থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে একটি পিস্তল পাওয়া গেছে বলে স্থানীয়রা জানায়। তবে চেয়ারম্যান খোকার দাবি এটি তার লাইসেন্স করা বৈধ পিস্তল।
জানা যায়, চেয়ারম্যান ওহাব খান খোকা গত বছরের ২৩ সেপ্টেম্বর দায়েরকৃত একটি নাশকতা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন পলাতক ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তাকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে বাজারে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। চেয়ারম্যান ওহাব খান খোকা'র রাজনৈতিক তেমন কোনো পরিচয় নেই বলে এলাকাবাসী জানায়। তিনি ওই ইউনিয়নের খিলগাও এলাকার বাসিন্দা।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, নাশকতা মামলার আসামি ছিল দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওহাব খান খোকা। তিনি পলাতক ছিলেন, আজকে স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার সাথে থাকা লাইসেন্সকৃত একটি পিস্তল জব্দ করা হয়েছে।