ঢাকা ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জের কাজিপুরে সরকারি বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্প্রতিবার সকালে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ওই কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখে। একজন খেলোয়াড় দেশের মান-সম্মানকে বাড়িয়ে তুলে।

এজন্য সকলকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওই কলেজের উপাধ্যক্ষ রিপন কুমার সাহা, সহকারী অধ্যাপক আব্দুর রশিদ, আব্দুল মান্নান, আব্দুল মতিন, আব্দুর রহিম, প্রভাষক মনিরুজ্জামান বিপ্লব, বিলকিছ বিনতে কবির, তাহমিনা খাতুন, হোসনে আরা আরজু, একরামুল হক, আব্দুর রাজ্জাক প্রমূখ। ওইদিন দিনভর ১১ ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিকেলে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

বার্ষিক ক্রীড়া,পুরস্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত