ঢাকা শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়া জামায়াতে ইসলামীর পাবনা-৩ এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বেলা ১ টা পর্যন্ত জামায়াতে ইসলামীর চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা শাখার আয়োজনে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কর্মী সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

জামায়েত ইসলামীর পাবনা জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক সালেহ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ও চাটমোহর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল (তরবিয়ত) ও পাবনা-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মাওলানা আলী আজগর।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, জেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক এসএম সোহেল, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইসরাইল হোসেন শান্ত, চাটমোহর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদ, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন প্রমুখ। এর আগে ভাঙ্গুড়া,চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরের কর্মীসভায় যোগদান করেন।

এ সময় বক্তারা আগামী জাতীয় নির্বাচন উপলক্ষ্যে নেতা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

জামায়াতে ইসলামী,কর্মী সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত