ঢাকা শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

উত্তরাঞ্চলে ঘন কুয়াশার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা

উত্তরাঞ্চলে ঘন কুয়াশার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা

ঘন কুয়াশার কারণে উত্তরাঞ্চলের সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর এলাকায় ৭টি পরিবহন দুর্ঘটনার শিকার হয়েছে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় এবং মহাসড়কের ওই অংশ পিচ্ছিল হওয়ায় একের পর এক যানবাহন দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।

বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, "দুর্ঘটনাস্থলে বালু ও মাটিবাহী ট্রাকের কারণে সড়ক পিচ্ছিল ছিল। ঘন কুয়াশার কারণে চালকরা দৃষ্টিসীমা হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।"

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং মহাসড়ক থেকে পরিবহনগুলো সরিয়ে নেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রংপুর হাইওয়ে অঞ্চলে ঘন কুয়াশার কারণে সাম্প্রতিক সময়ে একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। চালক ও যাত্রীদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে, ধীরে ও সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

রংপুর আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, "শনিবার সকাল ৯টায় রংপুরের তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার তীব্রতা আরও দুই-তিন দিন থাকতে পারে।"

শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষ। রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, "হতদরিদ্রদের জন্য শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। রংপুর জেলায় প্রায় সাড়ে তিন লাখ হতদরিদ্র মানুষ রয়েছে, তাদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা হচ্ছে।"

সড়ক দুর্ঘটনা,উত্তরাঞ্চল,ঘন কুয়াশা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত