শান্তিগঞ্জের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে দ্রুত নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক হেডমাস্টার রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার সাবেক ২ বারের চেয়ারম্যান এবং বিএনপি সুনামগঞ্জ জেলার সম্মানিত সদস্য ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলার আরেক সদস্য সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা আনসার উদ্দীন, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং জগন্নাথপুরের জনতার চেয়ারম্যানখ্যাত সৈয়দ তালহা আলম, শান্তিগঞ্জ উপজেলার জামায়াতের আমির খালেদ আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সাধারণ শিক্ষার্থী।
ছাত্র প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা হাম্মাদ আহমেদের উদ্বোধনী বক্তব্যে সংবাদ সম্মেলন শুরু হয়। বক্তব্যে ছাত্রনেতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান তুলে ধরে বলেন, অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস এরই মধ্যে চালু হয়ে গেছে৷ আনসার উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান স্থান উপযুক্ত এবং বিভাগীয় শহর সিলেটসহ সুনামগঞ্জের সকল উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুবই আদর্শ।
সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত ওয়াক্কাস গ্রুপ মনোনীত সংসদ সদস্যপ্রার্থী এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তালহা আলম বলেন, বিশ্ববিদ্যালয় গবেষণার স্থান। ভালো গবেষকদের সুবিধার্থে খোলামেলা স্থান এবং তাদের ধরে রাখতে তাদের পরিবারকে নিয়ে বিভাগীয় শহরে যেন যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে, এমন স্থানে বিশ্ববিদ্যালয় হওয়া খুবই জরুরি। এজন্য বর্তমান স্থান একটি আদর্শ জায়গা৷ তিনি আরও বলেন, সুনামগঞ্জ-৩ বাংলাদেশের অন্যতম বৃহৎ রেমিট্যান্স আদানকারী আসন। এজন্য এ বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ-৩ এর প্রাপ্যতা কোনো নিছক দাবি নয়। এ মীমাংসিত বিষয় নিয়ে কোনো মহল টানাহেঁচড়া করলে তা সুনামগঞ্জ-৩ আসনের কলিজায় হাত দেয়া হবে। প্রয়োজনে এর প্রতিবাদ হিসেবে সুনামগঞ্জ-৩ এর প্রবাসীদের নিয়ে রেমিট্যান্স ব্লকের ডাক দেবেন তিনি।
সর্বশেষে সাবেক উপজেলার চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, যারা বিশ্ববিদ্যালয় স্থানান্তরের স্মারকলিপি জেলা প্রশাসককে দিয়েছেন, আমরা তাদের আহ্বান জানাই বর্তমান স্থান পরিদর্শন করার জন্য। শান্তিগঞ্জ এবং সুনামগঞ্জ সদর উপজেলার মধ্যবর্তী আদর্শ স্থানেই তা স্থাপিত হবে। এতে সুনামগঞ্জ শহর যানজট থেকে রক্ষা পাবে। তারা বিবেচনা করে এ রকম দাবিদাওয়া উত্থাপন করা থেকে বিরত থাকবেন৷ সর্বসম্মতিক্রমে আগামীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।