ঢাকা শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

পিকআপের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

পিকআপের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

চলন্ত অটোরিকশায় মায়ের হাত থেকে ছিটকে পড়ে পটিয়ায় পিকআপের ধাক্কায় এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির মাও আহত হন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া রেলস্টেশন জমিরিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড আজিজুর রহমান সওদাগরের বাড়ির জুবায়ের ২য় পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া মাদ্রাসার সামনে পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়িতে মায়ের কোলে থাকা শিশুটি হাত থেকে ছিটকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হন শিশুটির মা। পটিয়া থানার ওসি জায়েদ নুর জানান, সড়ক দুর্ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

শিশু,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত