চলন্ত অটোরিকশায় মায়ের হাত থেকে ছিটকে পড়ে পটিয়ায় পিকআপের ধাক্কায় এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির মাও আহত হন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া রেলস্টেশন জমিরিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড আজিজুর রহমান সওদাগরের বাড়ির জুবায়ের ২য় পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া মাদ্রাসার সামনে পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়িতে মায়ের কোলে থাকা শিশুটি হাত থেকে ছিটকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হন শিশুটির মা। পটিয়া থানার ওসি জায়েদ নুর জানান, সড়ক দুর্ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের প্রক্রিয়া চলছে।