পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা রনক (১৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) পৌর শহরের দরিনারিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দরিনারিচা এলাকার জনৈক ছানাউল্লাহ এর পুত্র।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গত ১৯ আগস্ট থানায় মামলা দায়ের হয়। এই মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি ছাত্রলীগের সক্রিয় সদস্য রনককে শনিবার আটক করে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত রনক নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের ঘনিষ্ঠ সহচর।