নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে কাজ করছে কমিশন: ইসি সানাউল্লাহ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৪ | অনলাইন সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল, তবে বর্তমান নির্বাচন কমিশন সেই আস্থা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে। 

তিনি বলেন, "মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।"

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ আরও বলেন, অতীতে ভোটার তালিকা নিয়ে নানা সমালোচনা হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে নির্বাচন কমিশন এ বছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি সংশ্লিষ্টদের সঠিক তথ্য সংগ্রহের আহ্বান জানান, যেন কোনো ধরনের ভুল বা বিতর্ক তৈরি না হয়।

সভায় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার সফিউল সারোয়ার, নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ মোমিন, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন।