ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জুই হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ

জুই হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধায় জুই খাতুন (২২) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ৩ ঘণ্টাব্যাপী অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাতীবান্ধা উপজেলা পরিষদের গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জুই খাতুন নামে এক গৃহবধূকে তার স্বামী আলী হোসেন হত্যা করেন। তিন বছর আগে জুই খাতুনের সঙ্গে আলী হোসেনের বিবাহ হয়। সংসার জীবনে তাদের মধ্যে বিভিন্ন সময় পারিবারিক কলহ চলছিল।

ঘটনার দিন বিকেলে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুই খাতুনের মৃত্যুর খবর আসে। জুই খাতুনের পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড এবং তারা দ্রুত বিচার চান।

হাতীবান্ধা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা রুজু করে এবং পোস্টমর্টেমের জন্য লালমনিরহাট সিভিল সার্জন অফিসে পাঠায়। তবে জুই খাতুনের পরিবারের অভিযোগ, তাদের না জানিয়ে পুলিশ ইউডি মামলা করেছে, যা হত্যাকারীকে রক্ষা করার ষড়যন্ত্র।

অপমৃত্যুর মামলা বাতিল ও আসামিদের গ্রেফতারের দাবিতে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে।

তিন ঘণ্টা পর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দুলাল হোসেন ও ওসি তদন্ত মামুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

জুই হত্যা,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত