ঢাকা রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শেরপুরে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের শ্রীবরদীতে ১২০ পিস ইয়াবাসহ মো. সাজ্জাদ হোসেন (১৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভায়াডাংগা পাকা রাস্তার পাশ থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি সাজ্জাদ হোসেন শ্রীবরদী উপজেলার হাঁসধরা গ্রামের জহুরুল হকের ছেলে।

র‍্যাব জানায়, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা বানিয়াপাড়ার বকশীগঞ্জ-ভায়াডাংগা পাকা রাস্তার পাশে খায়রুল ইসলামের রাইস মিলের সামনে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজ্জাদ হোসেনকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।

পরে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃত আসামি সাজ্জাদ হোসেনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইয়াবা,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত