সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের মাদকসহ ৭ চোরাচালানকারী আটক হয়েছে। গত ১ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোলসহ পার্শ্ববর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ফেন্সিডিল, মদ, বিহার, শারীরিক উত্তেজনার ঔষধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাজা সহ তাদেরকে আটক করে। যার সিজার মূল্য ৪৯ লক্ষ ৪৯ হাজার ৫৫০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা গত ১ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট, আইসিপি, রঘুনাথপুর, ধান্যখোলা, শিকারপুর, কাশিপুর, শাহজাদপুর, মাসিলা, হিজলী, আন্দুলিয়া, পাঁচপীরতলা এবং কুলিয়া সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭ জন আসামিসহ সর্বমোট ৪৯,৪৯,৫৫০/- (উনপঞ্চাশ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিদেশি মদ, বিয়ার, গাজা, নেশা জাতীয় ঔষধ ও মাদক বহনকারী ১টি ইজিবাইক এবং ২টি মোটর সাইকেল আটক করে।
বিজিবির অধিনায়ক আরো জানান, মাদক চোরাকারবারি কর্তৃক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে মাদকের চালানগুলি পাচার করায় দেশের তরুণ/যুব সমাজ মাদকের নির্মম ছোবলে আক্রান্ত হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই তরুণ/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল থেকে রক্ষা করতে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এই চৌকস জওয়ানরা বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, আইসিপি, শাহজাদপুর, কাশিপুর ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, থ্রী-পিছ, তৈরি পোশাক, ঔষধ, মলম, কীটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। যার সর্বমোট মূল্য ছিল ২ কোটি ৯৪ লক্ষ ৯০ হাজার ৫৫৬ টাকা।