ঢাকা রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পিরোজপুরের দুই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

পিরোজপুরের দুই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিরোজপুর জেলার দু’টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল।

দলটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর-২ (কাউখালী- ভান্ডারিয়া- নেছারাবাদ) আসনের প্রার্থী হলেন শামীম বিন সাঈদী। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে প্রার্থী মঠবাড়িয়া জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জলিল। এর আগে পিরোজপুর-১ (পিরোজপুর সদর- ইন্দুরকানী- নাজিরপুর) আসনে মাসুদ বিন সাঈদীকে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফখরুদ্দিন খান রাযী, জামায়াতের পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, নায়েবে আমির মাওলানা আ. রব, সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল- ১ মাওলানা সিদ্দিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল- ২ মো. আব্দুর রাজ্জাক, মঠবাড়িয়া জামায়াতের আমির অধ্যক্ষ শরিফ আব্দুল জলিল, ভান্ডারিয়া জামায়াতের আমির মাওলানা আমির হোসেন, কাউখালী জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, নেছারাবাদ জামায়াতের আমির আবুল কালাম আজাদসহ চার উপজেলার দায়িত্বশীলগণ।

পিরোজপুর,জামায়াতে ইসলামী,প্রার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত