ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নকলায় ভিডব্লিউবি উপকারভোগীর মাঝে সঞ্চয়ের টাকা প্রদান

নকলায় ভিডব্লিউবি উপকারভোগীর মাঝে সঞ্চয়ের টাকা প্রদান

শেরপুরের নকলায় মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর আওতায় উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের উপকারভোগীর মাঝে ২০২৩-২৪ দুই বছরে সঞ্চয়ের টাকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পাঠাকাটা ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম-এর সভাপতিত্বে উপকারভোগীর মাঝে সঞ্চয়ের টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্য মতে, প্রতি উপকারভোগীর মাঝে মাসিক ২২০ টাকা হারে ২৪ মাসের মোট ৫ হাজার ২৮০ টাকা করে সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে। এ হিসেব মতে ইউনিয়নের ২৬৪ জন উপকারভোগীর মাঝে মোট ১৩ লাখ ৯৩ হাজার ৯২০ টাকা বিতরণ করা হয়েছে।

এসময় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার পাঠাকাটা ইউনিয়নের এজেন্ট ও নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ২৬৪ জন ভিডব্লিউবি সুবিধাভোগী বিভিন্ন বয়সের নারী উপস্থিত ছিলেন।

ভিডব্লিউবি,টাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত