"মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে," বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) পেকুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এবং মগনামা আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, "দেশকে এমন এক জায়গায় দাঁড় করাতে হবে, যেখানে সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান শক্ত ভিত্তির ওপর থাকবে। জনগণের কথা যাতে জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে বলতে পারেন, এমন একটি সংসদ গঠন করতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের প্রতিনিধিরা যেন সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন, বাংলাদেশের ভূখণ্ডকে যেন কখনও পরাধীনতার মুখে পড়তে না হয়, সেই দায়িত্ব আমাদের সবার।"
বর্তমান আন্দোলনের প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, "আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে বসবাসযোগ্য করতে হবে।"
ধর্মীয় স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, "বাংলাদেশের জনগণকে যেন কখনও তাদের ধর্মচর্চার জন্য জবাবদিহি করতে না হয়। মসজিদে এসে কেউ যেন ফরমান জারি করতে না পারে যে, ইমাম সাহেবকে এই ধরনের খুতবা দিতে হবে। এই ধরনের রাষ্ট্র যেন ভবিষ্যতে আর না দেখতে হয়।"
আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মহানগর দায়রাজজ আদালত (চট্টগ্রাম) সহকারী জজ জুনাইদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেড ইব্রাহিম সিনিয়র সহকারী জজ মুজিবুর রহমান।মহানগর দায়রা জজ আদালতের পিপি এড মোকাররম হোসেন ও কুতুবদিয়া উপজেলায় বিএনপি আহবায়ক সৈয়দ আহমেদ কুতুবী এবং পেকুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্হরের নেতৃবৃন্দ ।