দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের দু-দিন ব্যাপী ৫৬ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫'র শুভ উদ্বোধন করা হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় মো. সামীমুজ্জামান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াছমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, জেলা বিএনপির সাবেক সদস্য মো. আঃ মালেক মৃধা, উপজেলা জামায়াতের আমির মাও: জালাল আহমেদ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সালাউদ্দিন রিপন শরীফ, সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান গাজী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফ প্রমুখ।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও অন্যান্য পতাকা উত্তোলন শেষে ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মো: সামীমুজ্জামান। পরে এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান শেষে খেলাধুলা শুরু হয়।