ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার টগড়া-টেংরাখালী সড়কের হাওলাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুল টগড়া গ্রামের বারেক গাজীর ছেলে এবং ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় তার চাচাতো ভাই রিফাত (১৫) গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাবিবুল ও রিফাত ভাড়ায় নেওয়া একটি মোটরসাইকেল চালানো শিখছিল। চালানোর একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খায়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাবিবুলকে মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, মোটরসাইকেল চালানো শেখার সময় দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

দুর্ঘটনা,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত