পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম।
তিনি জানান, ঈশ্বরদী থানায় মামলার আসামি হিসেবে উপজেলার পাকশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চর রুপপুর গ্রামের আব্দুল করিমের ছেলে সিরাজুল ইসলাম (৪৫) এবং উপজেলার সলিমপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও চরমিরকামারী গ্রামের এস এম মহির উদ্দিনের ছেলে এস এম মনোয়ার হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।