নওগাঁর মান্দায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সামনে অস্থায়ী সবজি বাজার বসিয়ে বিক্ষোভ করেছেন কৃষক ও ফড়িয়া সবজি ব্যবসায়ীরা। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তারা এ বাজার বসিয়ে বেচাকেনা শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রসাদপুর হাটের স্থায়ী সবজি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কৃষক ও ফড়িয়া ব্যবসায়ীরা বাজারে জায়গা পাচ্ছিলেন না।
সপ্তাহে রবি ও বৃহস্পতিবার এই হাট বসে। প্রান্তিক কৃষকরা নিজেদের উৎপাদিত সবজি ও ফড়িয়া ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে কেনা সবজি নিয়ে বাজারে গেলে, স্থায়ী ব্যবসায়ীরা তাদের বসতে দিচ্ছিলেন না।
স্থানীয় কৃষক শামসুল ইসলাম, আব্দুর গফুর ও কুদরত আলী জানান, "আমরা বাজারের নিয়ম অনুযায়ী টোল দিতে চাই, কিন্তু আমাদের বসতে দেওয়া হয় না। কম দামে সবজি বিক্রি করায় স্থায়ী ব্যবসায়ীরা আমাদের বাধা দেন। বাধ্য হয়ে ইউএনও অফিসের সামনে বাজার বসিয়েছি। যতদিন সমস্যা সমাধান না হবে, ততদিন এখানেই বিক্রি করবো।"
বিক্ষুব্ধ কৃষকরা অভিযোগ করে বলেন, "প্রসাদপুর বাজারের স্থায়ী সবজি ব্যবসায়ীরা অধিক মুনাফায় সবজি বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। বাজারে উন্মুক্ত প্রতিযোগিতা না থাকায় তারা সিন্ডিকেটের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণ করেন।"
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, "কৃষকদের অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে কৃষকরা নির্বিঘ্নে বাজারে সবজি বিক্রি করতে পারেন।"