ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শেরপুরে পিঠা উৎসব ও পণ্য প্রদশর্নী

শেরপুরে পিঠা উৎসব ও পণ্য প্রদশর্নী

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষ্যে শেরপুরে পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী শুরু হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) শেরপুর ডিসি উদ্যানে জেলা প্রশাসকের আয়োজনে দু'দিন ব্যাপী এই পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহাম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্টল নিয়ে বিভিন্ন ধরনের পিঠা ও পোশাক বিক্রি করছে। শেরপুরের বিভিন্ন এলাকা থেকে এ অনুষ্ঠান দেখার জন্য ভিড় জমাচ্ছেন সব বয়সী ছেলে-মেয়ে ও শিশুরাও। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে শেরপুর ডিসি উদ্যানকে বাহারি রঙে সাজানো হয়েছে।

এসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বিভিন্ন স্টল প্রর্দশনী করেন।

পিঠা উৎসব,পণ্য প্রদশর্নী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত