লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূ জুই খাতুন (২২) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত স্বামী আলী হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এক অভিযানে তাকে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে আটক করা হয়। পরে সকালে তাকে হাতীবান্ধা থানায় সোপর্দ করে র্যাব-১৩।
এর আগে, ৩০ জানুয়ারি সন্ধ্যায় স্বামীর হাতে জুইয়ের মৃত্যুর পর থেকেই নিখোঁজ ছিলেন স্বামী আলী হোসেন।
জানা গেছে, বিয়ের পর থেকে জুই খাতুনকে যৌতুকের জন্য নানাভাবে অত্যাচার করে আসছিল স্বামী আলী হোসেন। গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় বাড়িতে আলোচনার নামে জুইকে ডেকে এনে নির্মমভাবে হত্যা করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, রংপুর র্যাব-১৩ আলী হোসেনকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।