ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

টাঙ্গাইলে যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসে অভিজিত কুমার সরকার (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

অভিজিত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার প্যান্টের পকেটে থাকা জন্ম সনদ ও সার্টিফিকেট দেখে পরিচয় শনাক্ত করা হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ করা হয়েছে। প্রথমে যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে তার প্যান্টের পকেট থেকে কাগজ দেখে পরিচয় শনাক্ত করা হয়। মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত