মুন্সীগঞ্জের বালিগাঁও বাজারে থেমে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় মারা গেছে বাসটির হেলপার।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ী লৌহজং সড়কের বালিগাঁও বাজার সেতুতে এই ঘটনা ঘটে।
দগ্ধ হয়ে নিহত হেলপারের নাম যাহাবির মিয়া (১৪)। তিনি লৌহজং উপজেলার পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, রাত আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো হয়। বাসের ভেতরে যাহাবির ঘুমিয়ে ছিল। পুরো শরীর দগ্ধ হয়ে তিনি মারা গেছে। তবে কীভাবে বাসটিতে আগুন লেগেছে তা নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।
শফিকুল ইসলাম বলেন, সাধারণত বাসের চালক-হেলপার কয়েল জ্বালিয়ে ঘুমায়, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কেউ বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।