ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় নিহত মেডিকেল টেকনোলজিস্ট এম সি নাসির উদ্দিনের ঘাতক ট্রাক চালকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দ্রুত সময়ের মধ্যে ঘাতক ট্রাক চালককে গ্রেফতারের দাবিতে এবং সড়কের নিরাপত্তা চেয়ে মানিকগঞ্জবাসীর ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, "আর কত তাজা প্রাণ সড়কে ঝরে যাবে? আমরা এর একটা স্থায়ী সমাধান চাই। ঘাতক চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"

তারা আরও বলেন, "সড়ক দুর্ঘটনা এখন মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।"

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহত নাসির উদ্দিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ডক্টরস ক্লিনিকের সামনে থেকে এম সি নাসির উদ্দিন ট্রাকচাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ,গ্রেপ্তার,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত